ক্যামেরার বাইরে অন্য জয়া: ছাদবাগানের ফলে উচ্ছ্বসিত অভিনেত্রী

Forhad Hossain

পর্দার জমকালো দুনিয়া থেকে খানিক দূরে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে নিজেকে খুঁজে পান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি বাগান করা তার দীর্ঘদিনের শখ। আর সেই শখের বাগানে যখন ফল ধরে, তখন তার আনন্দ যেন উপচে পড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগানের ফলন্ত গাছের ছবি ও ভিডিও শেয়ার করে সেই আনন্দের কথাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, নিজের হাতে গড়া পেঁপে গাছের পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন জয়া। গাছটি ভরে আছে সবুজ কাঁচা পেঁপেতে। ছবির ক্যাপশনেই স্পষ্ট তার উচ্ছ্বাস। অন্য একটি ভিডিওতে তাকে তার ছাদবাগানে হাঁটতে দেখা যায়। সেখানে একটি আঁশফল (লংগান) গাছ দেখিয়ে তিনি বলেন, “আনন্দ লাগছে, আমাদের গাছে ফল ধরেছে।” তার এই সরল উচ্ছ্বাস ছুঁয়ে গেছে ভক্তদের মন।

অবশ্য এবারই প্রথম নয়। জয়া আহসান প্রায়শই তার ব্যস্ততার ফাঁকে ছাদবাগানের পরিচর্যা করেন এবং সেই মুহূর্তগুলোর ছবি বা ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তার বাগানে শুধু ফল নয়, নানা রকম ফুলের সমারোহও দেখা যায়।

ব্যক্তিগত জীবনের এই নির্মল আনন্দের খবরের পাশাপাশি, পেশাগত জীবনেও ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন জয়া। আগামী ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়াকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং চন্দন রায় স্যানালের মতো তারকারা।

সব মিলিয়ে, পর্দার চরিত্র আর বাস্তবের প্রকৃতিপ্রেমী জয়া—দুই রূপেই মুগ্ধতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

Share This Article
Leave a Comment