যেখানে বন্ধ ছিল ইন্টারনেট, সেখানেই আজ সংযোগের উৎসব: বিনামূল্যে ১ জিবি ডেটা

ঢাকা, ১৮ জুলাই: জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আজ, শুক্রবার (১৮ জুলাই) দেশের সকল মোবাইল ফোন গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা উপহার দেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা পেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার দেশের সব মোবাইল অপারেটরকে এই সুবিধা প্রদানের নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী, গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক তাদের সকল গ্রাহককে আজ বিনামূল্যে ১ জিবি ডেটা দিচ্ছে, যা আগামী পাঁচ দিন ব্যবহার করা যাবে। অপারেটরগুলো ইতিমধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এই বিশেষ উপহার সম্পর্কে অবহিত করেছে।

যেভাবে পাবেন ১ জিবি ফ্রি ডেটা

এই সুবিধাটি পেতে গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

  • গ্রামীণফোন: 1211807#

  • বাংলালিংক: 1211807#

  • রবি: 41807#

  • টেলিটক: 1111807#

এই উদ্যোগের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঠিক এই দিনগুলোতেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৭ জুলাই মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়ায় পুরো দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ঘটনাকে স্মরণ করে এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে অন্তর্বর্তী সরকার এই প্রতীকী উদ্যোগ গ্রহণ করেছে।

Share This Article
Leave a Comment