উত্তাল বঙ্গোপসাগর: ঢাকাসহ তিন বিভাগে ভারি বর্ষণের অ্যালার্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে বাংলাদেশের আবহাওয়া ক্রমশ উত্তাল হয়ে উঠছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের ফলে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে। নগরবাসীকে সম্ভাব্য জলাবদ্ধতার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সাগরে লঘুচাপটি ঘনীভূত হওয়ায় উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে, যার ফলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই বৃষ্টির প্রবণতা কেবল নির্দিষ্ট তিন বিভাগেই সীমাবদ্ধ থাকবে না। আগামী কয়েক দিন ধরে সারাদেশেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ধারা প্রায় সপ্তাহজুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Share This Article
Leave a Comment