কথা রেখে জোড়া সেঞ্চুরি, শান্ত-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

একদিকে সেঞ্চুরির তৃপ্তির গর্জন, অন্যদিকে হেলমেট ছুঁড়ে শূন্যে লাফিয়ে ওঠা। কিন্তু এই উদযাপনই হতে পারত ভয়ের কারণ! অল্পের জন্য রক্ষা পেলেও, নাজমুল হোসেন শান্তর এই মুহূর্তটিই যেন ছিল পুরো দিনের প্রতিচ্ছবি—বিপদ সামলে সাহসিকতার সাথে ঘুরে দাঁড়ানো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনে জোড়া সেঞ্চুরির গল্প লিখে বাংলাদেশকে চালকের আসনে বসালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

দলের দায়িত্ব কাঁধে, কিন্তু তার আগেই যেন কথা দিয়েছিলেন রানে ফেরার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, “গলে যেতে যেতে দেরি হয়ে যাবে, তার আগেই ইনশাআল্লাহ কামব্যাকটা হলে ভালো।” কী দারুণভাবে কথা রাখলেন তিনি!

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন দল ধুঁকছিল, তখন দেয়াল হয়ে দাঁড়ান শান্ত। তার ব্যাটে ছিল না কোনো জড়তা, বরং ছিল নিখুঁত টাইমিং আর ঠাণ্ডা মাথার এক অনবদ্য প্রদর্শনী। ধীরস্থির ভঙ্গিতে ২০১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি শুধু দলের হালই ধরেননি, দীর্ঘ ২১ ইনিংস ও ১১ টেস্ট পর নিজের শতকের খরাও কাটালেন। নতুন দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি, যা হয়ে রইল এক সত্যিকারের ‘ক্যাপ্টেন’স নক’ হিসেবে।

অধিনায়ক যখন পথ দেখান, তখন অভিজ্ঞ সৈনিকই বা পিছিয়ে থাকেন কেন? সাম্প্রতিক সময়ে রানের জন্য সংগ্রাম করা মুশফিকুর রহিমও যেন নিজের প্রিয় মঞ্চ আর প্রিয় প্রতিপক্ষকে পেয়ে জ্বলে উঠলেন। এই গল মাঠেই ১৪ বছর আগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই স্মৃতিকেই যেন নতুন করে সাজালেন অভিজ্ঞ এই ব্যাটার।

শান্তকে যোগ্য সঙ্গ দিয়ে তিনি নিজেও তুলে নেন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি। ১৪ ইনিংস পর পাওয়া এই শতকটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে তার চতুর্থ। হতাশার মেঘ সরিয়ে ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে মুশফিক যেন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি।

এই সেঞ্চুরির মাধ্যমে মুশফিকুর রহিম নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনি এখন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান ও কেইন উইলিয়ামসনের মতো কিংবদন্তিদের কাতারে।

দিনশেষে তাই শান্ত-মুশফিকের ব্যাটে লেখা হলো এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প, যা শুধু দলকে বিপদ থেকে উদ্ধারই করেনি, বরং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনেও স্বস্তি আর আনন্দের উপলক্ষ এনে দিয়েছে।

Share This Article
Leave a Comment