ঐতিহ্য ও উৎসবে মুখর মনোহরদী: কাছিটান খেলায় অবিবাহিতদের জয়

Forhad Hossain

তানভীর আহমেদ :-  নরসিংদীর মনোহরদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা ‘কাছি টান’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোষগাঁও ও বীর মাইজদিয়া গ্রামের যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়নের আফতাব উদ্দিন মৌলভীর মোড়ে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। চিরপ্রতিদ্বন্দ্বী বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যেকার উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করতে শত শত উৎসুক দর্শক ভিড় জমায়। টানটান উত্তেজনার এই ম্যাচে বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী জেলা বিএনপি’s সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন (বকুল)। তিনি বিজয়ী অবিবাহিত দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি আস্ত ছাগল তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এবং যুব সমাজকে জুয়া ও মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানান।

হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও কাচিকাটা ইউনিয়ন যুবদল সভাপতি আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপি’s সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

এসময় আরও উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন বিএনপি’s সভাপতি এস এম ফারুক, বিএনপি নেতা হারুন অর রশিদ, সরিফ আহমেদ, নাজমুল আলমসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share This Article
Leave a Comment