ক্রিকেটাঙ্গনে হতাশার মেঘ কাটিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের এক সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় থাকা অবস্থায় আজ ক্যান্ডির পাল্লেকেলেতে অঘোষিত ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে মেহেদি মিরাজের দল। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে এই সিরিজ নির্ধারণী ম্যাচ।
লঙ্কা সফরে টেস্ট সিরিজ হারের পর প্রথম ওয়ানডেতে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। টানা সাত ম্যাচ হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলটির আত্মবিশ্বাস যখন তলানিতে, তখনই দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। বোলারদের অসাধারণ নৈপুণ্যে ১৬ রানের রুদ্ধশ্বাস এক জয়ে সিরিজে সমতা ফেরে।
সেই জয়ের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। মাত্র ৩৯ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করে একাই ধসিয়ে দেন লঙ্কান ব্যাটিং অর্ডার। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়, দুজনই তুলে নেন মূল্যবান হাফসেঞ্চুরি।
টানা হারের পর পাওয়া এই জয় শুধু সিরিজেই সমতা ফেরায়নি, দলের ড্রেসিংরুমে ফিরিয়ে এনেছে স্বস্তি ও আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন জানিয়েছেন, শ্রীলঙ্কায় বাংলাদেশ আগে কখনো সিরিজ জেতেনি, এই তথ্যটি তার জানা ছিল না। তবে এখন এই ইতিহাস বদলের সুযোগটি কাজে লাগাতে মরিয়া পুরো দল।
সকলের চোখ তাই এখন পাল্লেকেলের দিকে, যেখানে একটি রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইগাররা সাফল্যের নতুন পতাকা ওড়াতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।