আফগান ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে মাত্র ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশটির স্বনামধন্য আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পরিচিত মুখ ছিলেন শিনওয়ারি। তিনি আম্পায়ার হিসেবে ৩৪টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও তার পদচারণা ছিল নিয়মিত। তিনি ৩১টি প্রথম-শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ এবং ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করে নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড তাকে “আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক” হিসেবে উল্লেখ করে বলেছে, “তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত।”
বোর্ড মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছে। আফগান ক্রিকেটে তার অবদানকে স্মরণ করে এসিবি আরও জানিয়েছে, শিনওয়ারি তার কাজের মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।