স্পেনের সান ফারমিন উৎসব এবার ফিলিস্তিনিদের প্রতি উৎসর্গীকৃত

Forhad Hossain

স্পেনের পাম্পলোনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় উৎসব, যাকে বলা হয় সান ফারমিন ফেস্টিভ্যাল। তবে এবারের উৎসবটা পালিত হচ্ছে একটু ভিন্ন উপায়ে। নয় দিনব্যাপী এই উৎসবের আয়োজন শুরু হয়েছে মুক্ত ফিলিস্তিন স্লোগানের মধ্য দিয়ে। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। স্পেনের জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সান ফারমিন ফেস্টিভ্যাল। উৎসবটি ষাঁড় দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত। তবে এ বছর এই বিশেষ উৎসবটি পালন করা হচ্ছে পুরোপুরি ফিলিস্তিনিদের উৎসর্গ করে। অংশ নেয় হাজারো মানুষ। এছাড়া বাসার বারান্দাতে দাঁড়িয়েও ফিলিস্তিনিদের জন্য স্লোগান দিচ্ছেন অনেকে। এদিন গাজায় গণহত্যা বন্ধ করুন লেখা পতাকা ও ব্যানার হাতে নিয়ে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে দেখা যায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের। এই অনুভূতিটা অসাধারণ।

আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা দৌড়াবো, দেখা যাক কতদূর আমরা যেতে পারি। আশা করি আমি দেয়াল এবং ষাঁড়ের মধ্যে আটকে যাব না। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ স্পেনের এই বিখ্যাত উৎসব দেখতে পাম্পলোনায় জড়ো হন। যেখানে ৮৭৫ মিটার পথ ধরে ষাঁড়ের প্রতিযোগিতার সাথে দৌড়বিদদের দৌড়াতে দেখা যায়। রবিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ই জুলাই পর্যন্ত। ঐতিহ্যবাহী এই উৎসবে ষাঁড়ের গুঁতোয় আহত বা নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিপজ্জনক ও সমালোচিত হওয়া সত্ত্বেও এই উৎসবটি পর্যটকদের কাছে এক জনপ্রিয় আকর্ষণ। প্রতিবছর পাম্পলোনা ছাড়াও স্পেনের বিভিন্ন শহরে এই ধরনের ষাঁড়ের দৌড় অনুষ্ঠিত হয়।

Share This Article
Leave a Comment