ব্যবসায়ী সোহাগ হত্যা: অভিযুক্তদের আজীবন বহিষ্কার করল বিএনপি

দুরন্ত স্বদেশ ডেস্ক

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যদের দল থেকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১১ জুলাই) রাতে এক বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। অপরাধের ক্ষেত্রে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।”

তিনি আরও বলেন, “মিটফোর্ডের ঘটনায় দল থেকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার পরও, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতির চর্চা।

Share This Article
Leave a Comment