ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এই লক্ষ্যে আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতায় একটি জরুরি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
‘দ্য হেগ গ্রুপ’ আয়োজিত এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে কলম্বিয়া সরকার। মূলত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যেই এই জোট গঠিত হয়েছে। ‘দ্য হেগ গ্রুপ’-এর সহ-সভাপতি হিসেবে দক্ষিণ আফ্রিকা এই উদ্যোগে কূটনৈতিক ও আইনি সহায়তা প্রদান করবে।
সম্মেলনটিতে বাংলাদেশ, আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, কাতার, স্পেন, তুরস্কসহ বিশ্বের প্রায় ২৪টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।
এই আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি। সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপে লাজ্জারিনি এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত তলালেং মোফোকেংয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা এই সম্মেলনের মূল বার্তা স্পষ্ট করে বলেছেন, “এই সম্মেলনের মাধ্যমে বিশ্বকে এই বার্তা দেওয়া হবে যে, কোনো দেশই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবদিহিতার বাইরে থাকবে না।”
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসে আটটি রাষ্ট্র—বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা—নিয়ে ‘দ্য হেগ গ্রুপ’ গঠিত হয়। জোটটির প্রধান লক্ষ্যই হলো আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা।
সূত্র: দ্য মিডেল ইস্ট আই