প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও মধুর করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১০০০ কেজি বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগকে দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, সোমবার নাগাদ আমের এই চালানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের মাঝে এই রসালো ফল বিতরণ করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও আলাদাভাবে আম উপহার পাঠাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
এই ‘আম কূটনীতি’র অংশ হিসেবে এরই মধ্যে গত বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বিশিষ্টজনদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬০টি কার্টনে করে এই উপহার পাঠানো হয়।
উল্লেখ্য, এই শুভেচ্ছা বিনিময়ের প্রথাটি নতুন নয়। প্রতি বছরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৌসুমি ফল হিসেবে ভারতে আম পাঠানো হয়, যা ‘ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি’ বা ‘আম কূটনীতি’ নামে পরিচিত। এর প্রতিদান হিসেবে ত্রিপুরা সরকারও তাদের বিখ্যাত ও রসালো ‘কুইন’ জাতের আনারস বাংলাদেশে পাঠিয়ে থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগটি আগের সরকারের আমলেও চালু ছিল। রাজনৈতিক পালাবদলের পরেও এই সৌহার্দ্যের ধারা অব্যাহত থাকা প্রমাণ করে যে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কতটা আন্তরিক ও মজবুত। এটি কেবলই একটি উপহার নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্বের এক শক্তিশালী বার্তা।