খুলনায় দিনে-দুপুরে সাবেক যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংস হত্যা

যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমান। ফাইল ছবি

খুলনা মহানগরীর দৌলতপুরে নিজ বাড়ির সামনে মোল্লা মাহবুবুর রহমান (৪৮) নামে এক সাবেক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরে মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হামলাকারীরা তার মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগও কেটে দেয়।

নিহত মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে মাহবুব তার বাড়ির সামনে নিজের প্রাইভেটকারটি পরিষ্কার করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিতে মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় এবং পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন মাহবুব। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আরেকটি গোষ্ঠীর সাথে তার তীব্র বিরোধ চলছিল, যার জেরে আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে এক সংঘর্ষের সময় রাম দা হাতে মাহবুবের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।”

Share This Article
Leave a Comment